রাইড দুর্ঘটনায় মৃত্যু: অস্ট্রেলিয়ার থিম পার্ককে জরিমানা

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক ‘ড্রিমওয়ার্ল্ড’-এ রাইড দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় পার্কটির মালিককে ৩৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে কুইসল্যান্ডের আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 06:19 PM
Updated : 28 Sept 2020, 06:30 PM

২০১৬ সালের অক্টোবরে থানডার রিভার রেপিডস রাইডে দুর্ঘটনাবশত দুই নারী ও দুই পুরুষের মৃত্যু ঘটে।

পার্ক অপারেটর আর্ডেন লেইসার গ্রুপ জুলাইয়ে নিরাপত্তা বিধি ভঙ্গ করার কথা স্বীকার করে এই দুর্ঘটনার দায় নিয়েছে। মালিক আর্ডেন লেইসার ওই দুর্ঘটনায় দুঃখও প্রকাশ করেছেন।

সোমবার আর্ডেন লেইসারকে ৩৬ লাখ অস্ট্রেলীয় ডলার (২৫ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হয়। আদালতের এই রায় মেনে নিয়েছেন থিমওয়ার্ল্ডের মালিক।

বিবিসি জানায়, কুইসল্যান্ডের গোল্ড কোস্ট আদালত এদিন বলেছে, কোম্পানি দায়িত্ব ঠিকমত পালন করতে পারেনি এবং রাইড নিরাপদ রাখার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

আদালতে মেজিস্ট্রেট পামেলা ডাউস বলেন, আর্ডেন লেইসার কোম্পানি দুর্ঘটনার আগে থেকেই ঝুঁকির কথা জানত। পার্কে আসা অতিথিরা পুরোপুরি আস্থা নিয়েই রাইডে চড়ে। আর বিশ্বাসের এই জায়গা থেকে থানডার রিভার র‌্যাপিডস রাইডে চড়া অতিথিরা চরম ঝুঁকিতে ছিল।

কুইন্সল্যান্ড রাজ্যে কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৪৫ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানা করার বিধান আছে।