রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে রানি এলিজাবেথকে সরাতে চায় বারবাডোস

বারবাডোস ব্রিটিশ শাসন মুক্ত হয়েছে বহুবছর আগেই। এবার রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে প্রজাতন্ত্র হিসেবে নতুন পথ চলা শুরু করতে চায় দেশটির সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 04:57 PM
Updated : 16 Sept 2020, 04:57 PM

ক্যারিবীয় এই দ্বীপ দেশটির সরকার বলছে, ‘‘আমাদের ঔপনিবেশিক অতীত পুরোপুরি পেছনে ফেলে আসার সময় হয়েছে।”

১৯৬৬ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ শাসন মুক্ত হয় বারবাডোস। বিবিসি জানায়, ২০২১ সালে স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে রাষ্ট্রের প্রধান হিসাবে রানির নাম সরিয়ে দিতে চায় বারবাডোস সরকার।

এক লিখিত বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী মিয়া মত্তলেই বলেন, “বারবাডিয়ান কাউকেই রাষ্ট্রের প্রধান হিসেবে দেখতে চায় বারবাডোসবাসীরা।”

এ বিষয়ে বাকিংহাম প্যালেস থেকে বলা হয়, বিষয়টি সম্পূর্ণরূপে বারবাডোসের জনগণ এবং সরকারের উপর নির্ভর করছে।

রানি এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রধান হওয়ার পাশাপাশি অতীতে ব্রিটিশ শাসনাধীনে থাকা আরও ১৫ টি দেশেও রাষ্ট্রীয় প্রধানের মর্যাদায় আছেন। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড, জ্যামাইকাসহ ক্যারিবীয় দ্বীপ এবং ভারত মহাসাগরের কিছু দেশ।

বারবাডোসের নাগরিকরা অনেকদিন থেকেই রানিকে এই পদ থেকে সরিয়ে দিয়ে তাদের শাসনব্যবস্থায় সাম্রাজ্যবাদী প্রতীকের অবসান ঘটাতে চাইছে। দেশটির বহু নেতাই বারবাডোসকে প্রজাতন্ত্রে রূপান্তর করার প্রস্তাব করেছেন।

তবে প্রজাতন্ত্র হওয়ার পথে বারবাডোসই প্রথম নয়। সর্বশেষ ১৯৯২ ‍সালে মরিশাস এ পদক্ষেপ নিয়েছে।

তার আগে ক্যারিবীয় অঞ্চলের তিন দেশ ডমিনিকা, গায়ানা এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো সত্তরের দশকে প্রজাতন্ত্রে পরিণত হয়।