ভিয়েতনামে মহামারীতে হাসপাতাল করা হচ্ছে দানাং স্টেডিয়ামকে

ভিয়েতনামের দানাং করোনাভাইরাস মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে ওঠায় সেখানকার একটি খেলার স্টেডিয়ামকে ১ হাজার শয্যার হাসপাতাল হিসাবে ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার।

>>রয়টার্স
Published : 6 August 2020, 02:48 PM
Updated : 6 August 2020, 02:48 PM

এ সংক্রান্ত আলোচনাও প্রায় শেষের পথে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কন্টাক্ট-ট্রেসিং, পরীক্ষা, কঠোর কোয়ারেন্টিনের নিয়ম মেনে ভিয়েতনাম প্রথমদিকে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু এখন সংক্রমণ আবার বাড়ছে। অন্তত ১১ টি জায়গায়  সংক্রমণ ছড়িয়ে পড়ায় দ্রুতই তা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নিতে হচ্ছে সরকারকে।

রোগী বাড়তে থাকায় ভরে যাচ্ছে শহরের হাসপাতালগুলো। তাই বাড়তি রোগীর চিকিৎসায় দানাংয়ের ‘তিয়েন সন স্পোর্টস প্লেস’ কে শনিবার থেকে হাসপাতাল হিসাবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে এই প্রকল্পে জড়িত কোম্পানি সান গ্রুপ।

দানাংয়ে গত ২৫ জুলাইয়ে নতুন করে ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর সেখানে ২শ’র বেশি মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, আগামী ১০ দিনে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন ৩৪ জনের ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে এবং মারা গেছে ১০ জন।