ভূমিকম্পে প্রকম্পিত দিল্লি

ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ এর আশপাশের এলাকা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 04:37 PM
Updated : 29 May 2020, 05:08 PM

এনডিটিভি জানায়, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটের দিকে ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প হয়েছে।

তবে এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হরিয়ানার রোহতাকের কাছে ছিল এ ভূমিকম্পের উত্সস্থল। তার প্রভাবেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি।

বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গায় অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে, বারান্দায় বেরিয়ে আসেন।

দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার দূরে রোহতক। দিল্লি কেঁপে ওঠার পরই ভূমিকম্প স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডে পরিণত হয়।

একজন টুইটে লেখেন, "কী বড় ভূমিকম্প!" মীরা চোপড়া নামের আরেকজন লিখেন, "এক মাসে ৩ বার ভূমিকম্পে কাঁপল দিল্লি।"