বিচারের কাঠগড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগে জেরুজালেমের আদালতে বিচারের কাঠগড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 01:09 PM
Updated : 24 May 2020, 05:23 PM

রোববার জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারের শুনানিতে হাজির হন তিনি। মাস্ক পরে আদালতকক্ষে যান নেতানিয়াহু। শুনানি চলেছে এক ঘণ্টা।

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই ক্ষমতায় থাকা প্রথম প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন।

মাত্র এক সপ্তাহ আগেই পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেতানিয়াহু।

দেশটিতে তিনটি নির্বাচনে কোন দলই সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় দীর্ঘ একবছরেরও বেশি সময়ের রাজনৈতিক অবচলবস্থার পর ঐক্য সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন নেতানিয়াহু।

গতবছর নভেম্বরে তিনটি আলাদা মামলায় তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। এ সমস্ত অভিযোগ জোরালভাবেই অস্বীকার করেছেন নেতানিয়াহু।

দুর্নীতি কেলেঙ্কারির কারণে ওঠা পদত্যাগের দাবিও নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের ডানপন্থি লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু বলছেন, বামপন্থিরা তাকে উৎখাত করতেই মামলা করেছে।

মামলা চলাকালে নেতানিয়াহুর পদত্যাগ করার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। তাছাড়া, আইনি লড়াইয়ের ফলে তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনেও কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।