দক্ষিণ কোরিয়ায় সেরে ওঠা কোভিড-১৯ রোগী ফের আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠা ৯১ জন রোগীর দেহে আবার এ ভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে।  

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 04:36 PM
Updated : 10 April 2020, 04:36 PM

দেশটির কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

‘কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ (কেসিডিসি) এর পরিচালক জেয়ং ইউন-কেয়ং এক ব্রিফিংয়ে বলেন, রোগীরা নতুন করে সংক্রমিত হয়েছেন তা নয় বরং ভাইরাসটি আবার সক্রিয় হয়ে থাকতে পারে।

তবে এর পেছনে কী কারণ থাকতে পারে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কারণ জানতে গবেষণা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আক্রান্ত মানুষদের মধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে দেহে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে পরবর্তীতে এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজে আসবে বলে যেখানে অনেক দেশই মনে করছে, ঠিক তখনই সেরে ওঠা রোগীদের নতুন করে আক্রান্ত হওয়ার এ খবর সবাইকে চিন্তায় ফেলেছে।

দক্ষিণ কোরিয়ায় ফের করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়া মানুষের সংখ্যা সোমবার ৫১ জন থেকে বেড়ে যায়।

দেশটিতে প্রায় ৭ হাজার মানুষ কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ৯১ জন ফের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর এল।

“এ সংখ্যাটা কেবলই বাড়বে। ৯১ তো এখন শুরু মাত্র”, বলেছেন কোরিয়া ইউনিভার্সিটি গুরো হসপিটালের সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক কিম-উ-জো।