করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়াল নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের দেহে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 09:40 AM
Updated : 10 April 2020, 11:34 AM

আক্রান্তের সংখ্যায় এ অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের বাইরে অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।

বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এখন স্পেনে; সেখানে এক লাখ ৫৩ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আর তৃতীয় সর্বোচ্চ ইতালিতে আক্রান্তের সংখ্যা শুক্রবার দুপুর পর্যন্ত ছিল এক লাখ ৪৩ হাজার ৬২৬ জন।

নিউ ইয়র্কে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৭ হাজারের ঘর অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণচঞ্চল এ অঙ্গরাজ্য এখন করোনাভাইরাসের সঙ্গে যুঝছে; ঘণ্টায় ঘণ্টায় সেখানে নতুন নতুন আক্রান্ত পাওয়া যাচ্ছে, বাড়ছে মৃত্যু।

নিউ ইয়র্ক শহরের একটি গণকবরে মাটি চাপা দেওয়ার সময় থরে থরে সাজানো কফিনের ছবিও অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে ঘুরছে।

যাদের উত্তরসূরি নেই, কিংবা শেষকৃত্য আয়োজনের সামর্থ্য নেই তাদেরকেই হার্ট আইল্যান্ডের এ গণকবরে সমাহিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে এ মৃতদেহগুলোর সবই কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের কিনা, তা স্পষ্ট জানা যায়নি।

বুধবারও নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। অবশ্য একইদিন বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিতীয় দিনের মতো কমেছে বলে অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন।

‘সামাজিক দূরত্ব’ মেনে চলার কারণে কোভিড-১৯ রোগীর সংখ্যা কমছে বলেও মত তার।

দেশজুড়ে মৃতের সংখ্যা সামান্য কমলেও এখন স্বস্তি  পাচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য ড. অ্যান্থনি ফাউচি জানান, এখনকার ট্রেন্ড ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬০ হাজারের মধ্যে রাখা সম্ভব হতে পারে।

মার্চের শেষদিকেও ফাউচি এ মৃতের সংখ্যা এক থেকে দুই লাখের মধ্যে থাকবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা ১৭ হাজার ছুঁইছুঁই।