‘সামাজিক দূরত্ব মেনে’ আলাদা হল ম্যাকডোনাল্ডসের লোগো

মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কালে বহুজাতিক কোম্পানির লোগোরাও এখন ‘সোশাল ডিসটেন্সিং’ বা ‘সামাজিক দূরত্ব’ মেনে চলছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 08:27 AM
Updated : 27 March 2020, 08:47 AM

যেমনটা করেছে বার্গার চেইন ম্যাকডোনাল্ডসের ব্রাজিল শাখা; প্রাণঘাতী কভিড-১৯ মোকাবেলায় মানুষজনকে সচেতন করতে তারা নিজেদের বিখ্যাত লোগো সামান্য বদলে নিয়েছে।

লগোর এম- আকৃতিকে দুটি অংশে আলাদা করে খানিকটা দূরে সরিয়ে দিয়েছে; বুঝিয়েছে ‘সোশাল ডিসটেন্সিং’ এর গুরুত্ব।

গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস ব্রাজিল লোগোর এ পরিবর্তন দেখিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বিষয়ে প্রচারণাও চালিয়েছে বলে জানিয়েছে টুডে ডটকম।

লোগোর পরিবর্তনের সঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছে তারা। যাতে লেখা রয়েছে, “সবসময়ের জন্য একসঙ্গে থাকতেই কিছু সময় আলাদা থাকা।” 

কোম্পানিটি ইনস্টাগ্রামে নতুন লোগো সংক্রান্ত একটি ভিডিও-ও ছেড়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ। 

ভিডিওতে তারা করোনাভাইরাসের কারণে আউটলেটগুলোর ডাইনিং রুম বন্ধের কথা জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশেই এখন রেস্তোঁরা ও খাবারের দোকান বন্ধ রাখা হয়েছে; বাদ পড়ছে না ম্যাকডোনাল্ডসের মতো আন্তর্জাতিক চেইনও।

যুক্তরাষ্ট্রের মতো ব্রাজিলেও ম্যাকডোনাল্ডসের সব আউটলেটেরই ডাইনিং রুম বন্ধ রয়েছে; তবে কেউ চাইলে খাবার নিয়ে যেতে কিংবা ডেলিভারি সুবিধা নিতে পারবে।

সোমবার ম্যাকডোনাল্ডস ইন্ডিয়াও ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ব্রাজিল শাখার পদাঙ্ক অনুসরণের ঘোষণা দিয়েছে।

পোস্টের সঙ্গে তারা লিখেছে, “সামান্য দূরত্বই অনেক পথ নিয়ে যেতে পারে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।”