মোদীও ধর্মীয় স্বাধীনতা চান: ট্রাম্প

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 03:49 PM
Updated : 25 Feb 2020, 03:49 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হায়দরাবাদ হাউসে বৈঠকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “তিনিও (মোদী) চান, যাতে ভারতে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে। এ নিয়ে তারা কাজ করছেন।’’

তবে দিল্লিতে সিএএ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেছেন, ‘‘ঘটনার কথা শুনেছি। তবে এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীন বিষয়। তাই এখানে আলোচনা করতে চাই না। আমি বিষয়টি ভারতের ওপরই ছাড়তে চাই। আশা করি, ভারতের মানুষের জন্য তারা সঠিক সিদ্ধান্ত নেবে।”

মঙ্গলবারও দিল্লিতে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়তে থাকার মধ্যেই ভারতে সরকারি সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এনডিটিভি জানায়, গতবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদে পাস হওয়া বিতর্কিত ওই নাগরিকত্ব আইনটিকে মুসলিম বিরোধী বলে সমালোচকরা মন্তব্য করার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ, দিল্লিতে সংঘর্ষের আগেই ২৫ জনের মৃত্যু হয়েছে।