গাজা ও সিরিয়ায় ইসলামিক জিহাদের অবস্থানে ইসরায়েলি হামলা

রকেট নিক্ষেপের জবাবে গাজা ও সিরিয়ায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 05:44 AM
Updated : 24 Feb 2020, 05:44 AM

রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাংশে এবং গাজা ভূখণ্ডে ইসলামিক জিহাদের অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ায় হামলা চালানো নিয়ে বিরল এক স্বীকারোক্তি দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, “ইসলামিক জিহাদের তৎপরতার কেন্দ্রস্থলগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে।”

সিরিয়া জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে।

ইসরায়েলের হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গাজায় চার জন আহত হওয়ার কথা জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা, জানিয়েছে রয়টার্স। 

রোববার সকালে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল পাল্টা হামলা চালায় বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। রকেট হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর হয়নি।

ইসরায়েল গাজা ভূখণ্ডের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে ইসলামিক জিহাদের এক সদস্যকে হত্যা করার পর ঘটনার সূত্রপাত। ইসলামিক জিহাদের ওই সদস্য সীমান্তে বোমা পাতার উদ্যোগ নিয়েছিল বলে অভিযোগ করেছে ইসরায়েল। 

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি ইসরায়েলি বুলডোজার দ্রুত ওই ব্যক্তির মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছে। ভিডিওটি ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে দেয়।

এর বদলা নেওয়ার দাবি তুলে কিছু ফিলিস্তিনি আর এর কয়েক ঘণ্টা পরই গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট ছোড়া হয়। এ সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।  

রকেট হামলার দায় স্বীকার করে ইসলামিক জিহাদ জানায়, গাজা সীমান্তে তাদের এক যোদ্ধাকে হত্যার জবাবে রকেট হামলা চালানো হয়েছে।

ইরান সমর্থিত ইসলামিক জিহাদ গাজার অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। সাম্প্রতিক দশকগুলোতে হামাসের এই মিত্র গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করেছে।

ইসরায়েল নভেম্বরে গাজায় বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার পর থেকে দুপক্ষের মধ্যে সহিংসতা উস্কে উঠেছে।