বিশ্বের সবচে বড় টুইন ইঞ্জিন বিমানের প্রথম সফল ফ্লাইট

বিশ্বের সবচেয়ে বড় টুইন ইঞ্জিনের বিমান বোয়িং ৭৭৭এক্স সফলভাবে পরীক্ষামূলক প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 12:32 PM
Updated : 26 Jan 2020, 12:32 PM

গতবছর বোয়িংয়ের দুটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহীর প্রাণহানির ঘটনায় এর উড়ান বন্ধ হয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হয়েছিল। সেই হারানো ভাবমূর্তি আবার টেনে তোলার চেষ্টা করছে বোয়িং। এর অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হল বলে জানিয়েছে বিবিসি।

সিয়াটলের কাছ থেকে ফ্লাইটটি রওনা হয়ে চার ঘণ্টা ধরে চলে। প্রবল বাতাসের কারণে চলতি সপ্তাহে এর আগে এ ধরনের দুটি প্রচেষ্টা বাতিল করা হয়েছিল।

আগামী বছর এমিরেটসের সঙ্গে যোগ দেওয়ার আগে এ বিমানের উড়ানের আরো পরীক্ষা হওয়া প্রয়োজন।

২৫২ ফুট লম্বা যাত্রীবাহী বিমানটি এ বছরেই উদ্বোধন করার কথা ছিল। কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে তা পিছিয়ে যায়।

বোয়িংয়ের সফল ৭৭৭ মিনি-জাম্বো বিমানের আরো উন্নত ও বড় সংস্করণ হচ্ছে ৭৭৭এক্স উড়োজাহাজ। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ডানা ভাঁজ করতে পারে এবং এটির বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন আছে।

"একটি কোম্পানি হিসেবে আমরা যে দুর্দান্ত কাজ করতে পারি এ উড়োজাহাজ তারই বহিঃপ্রকাশ," বলেছেন ৭৭৭এক্স এর মার্কেটিং ডিরেক্টর ওয়েন্ডি সোয়ার্স।

বোয়িং জানিয়েছে, তারা ৩০৯ টি বিমান বিক্রি করেছে যার প্রতিটির মূল্য ৪৪ কোটি ২০ লাখ ডলারের বেশি। যেগুলোর যাত্রী ধারণ ক্ষমতা ৩৬০ জন।