অস্ট্রেলিয়ায় এবার তীব্র ঝড় ও বন্যার পূর্বাভাস

ভারী বৃষ্টিতে দাবানলের উত্তাপ কমলেও এবার তীব্র ঝড় এবং বন্যার ঝুঁকিতে পড়েছে অস্ট্রেলিয়া।দাবানলে পোড়া ভিক্টোরিয়া রাজ্য এ পরিস্থিতিতে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 12:10 PM
Updated : 19 Jan 2020, 12:10 PM

ভিক্টোরিয়ার আবহাওয়া ব্যুরো রোববার রাজ্যের বিভিন্ন স্থান মারাত্মক বজ্রঝড়ের কবলে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে।ওইসব স্থানে প্রবল বৃষ্টিপাতসহ বিধ্বংসী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ অবস্থা আগামী তিনদিন ধরে চলতে পারে বলে জানিয়েছে তারা।

বিবিসি জানায়,ভিক্টোরিয়ায় অন্তত ১৪ টি জায়গায় এখন পর্যন্ত আগুন জ্বলছে।অন্যদিকে,নিউ সাউথ ওয়েলসে এখন পর্যন্ত ৬৯ টি জায়গায় রোববারও আগুন জ্বলছে।এ রাজ্যের উত্তরে যে প্রবল বৃষ্টি হয়েছিল তা এখন কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অস্ট্রেলিয়ায় মাসের পর মাস ধরে চলা ভয়াবহ দাবানলের মধ্যে গত শুক্রবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি এবং এর আশেপাশের বিস্তীর্ণ এলাকাসহ উত্তর উপকূলের দাবানলে পুড়ে ছারখার হওয়া এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।ভিক্টোরিয়া এবং কুইসল্যান্ডেও বৃষ্টি হয়েছে।

শনিবার কুইসল্যান্ডে বৃষ্টির পর রোববারও সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়ে উপকূলীয় এলাকার সৈকতগুলোতে লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।

গতবছর সেপ্টম্বর থেকেই ধরে দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার বন-জঙ্গল। আগুনের বলয়ে আটকা পড়েছে বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের।