মার্কিন ড্রোন হামলার প্রতিক্রিয়া দেখাবে ইরাকও, হুমকি মিলিশিয়া নেতার

ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর এক নেতা বলেছেন, মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান তাদের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানি হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া দেখিয়েছে, এবার ইরাকেরও একই রকম কিছু করে দেখানোর পালা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 10:59 AM
Updated : 8 Jan 2020, 10:59 AM

ইরবিল ও আইন আল আসাদে মার্কিন বাহিনীর ওপর বিমান হামলার পর বুধবার শিয়া মিলিশিয়া গোষ্ঠী আসাইব আহল আল-হকের নেতা কায়েস আল-খাজালি টুইটারে এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকের এ সশস্ত্র গোষ্ঠীটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।

মার্কিন বাহিনীকে হুঁশিয়ার করে আল-খাজালি বলেছেন, ইরাক যে প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে, তা ইরানের চেয়ে মোটেও কম হবে না।

“শহীদ কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। এখন সময় শহীদ কমান্ডার মুহান্দিস হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোর। যেহেতু ইরাকিরা সাহসী এবং ব্যাপক উৎসাহী, তাদের প্রতিক্রিয়াও ইরানের চেয়ে কম হবে না বলেই প্রতিজ্ঞা করছি,” বলেছেন তিনি।

আল-খাজালির মন্তব্যে নাম আসা আবু মাহদি আল-মুহান্দিস ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) ডেপুটি কমান্ডার ছিলেন। শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় সোলেমানির সঙ্গে তিনিও নিহত হন।