রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে স্থলমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2020, 02:57 PM
Updated : 7 Jan 2020, 02:57 PM

এ ঘটনার জন্য দক্ষিণপূর্ব দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীরা একে অপরকে দোষারোপ করছে বলে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের ঘটনায় আরও ৫ শিশু এবং তাদের শিক্ষকও আহত হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন।

হতাহতরা জ্বালানি কাঠের সন্ধানে রাখাইনের কায়াউক গ্রামে গিয়ে স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মিন তুন।

সেনাবাহিনীর এ কর্মকর্তার অভিযোগ, যে স্থলমাইনে শিশুরা হতাহত হয়েছে তা আরাকান আর্মির। বিদ্রোহী এ গোষ্ঠীটির এক মুখপাত্র এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তারা নন, সেনাবাহিনীই ওই মাইনটি পুঁতেছিল।   

“একটি শিশুর মাথা একেবারেই চুরমার হয়ে গিয়েছিল। আমরা কেবল তার শরীরটাই উদ্ধার করতে পেরেছি। নিহতদের মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে নিয়ে যাই আমরা, সন্ধ্যায় তাদের দাফন হয়,” বলেছেন কায়াউক গ্রামের এক বাসিন্দা। পরিচয় প্রকাশ পেলে দমনপীড়নের আশঙ্কা থেকে নাম বলতে রাজি হননি তিনি।