তুরস্কের হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৭

তুরস্কের পূর্বাঞ্চলীয় লেক ভানে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 06:46 AM
Updated : 26 Dec 2019, 09:04 AM

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে,ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ওই নৌকার আরোহীরা ছিলেন মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। তবে নিহতদের মধ্যে কে কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তুরস্কের বিতলিস প্রদেশের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে নৌকাটি ওই হ্রদে উল্টে যায়।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেন; হাসপাতালে মারা যান আরও দুইজন। নৌকার আরোহীদের মধ্যে ৬৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, ওই অভিবাসনপ্রত্যাশীরা নৌকা নিয়ে  বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরান সীমান্তের কাছে লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলার অবস্থান।

নৌকায় মোট কতজন ছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি চালাচ্ছেন।