ব্রিটেনে নির্বাচন: জনসনের ‘জয় নিরঙ্কুশ নাও হতে পারে’

ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসন অল্প ব্যবধানে জয় পাবেন এবং পূর্ব ধারণা মতো নিরঙ্কুশ জয় পাবেন না বলে জরিপভিত্তিক পূর্বাভাসে ধারণা পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 07:15 AM
Updated : 11 Dec 2019, 07:22 AM

গত দুই সপ্তাহে ব্রিটেনের নির্বাচনের দৌঁড় অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বলে মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন জরিপের ফলাফলের ভিত্তিতে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার ০৭:০০ জিএমটিতে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে ২২:০০ জিএমটিতে শেষ হবে। 

এ নির্বাচনে জনসনের রক্ষণশীল দল ২৮ আসনের ব্যবধানে জয় পাবে বলে ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও তথ্য বিশ্লেষক কোম্পানি ইউগভের অনুমান। দুই সপ্তাহ আগে একই প্রতিষ্ঠান আভাস দিয়েছিল, ক্ষমতাসীন রক্ষণশীল দল ৬৮ আসনের ব্যবধানে বড় ধরনের জয় পেতে যাচ্ছে।

ব্যবধান কমার ধারা অব্যাহত থাকলে জনসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে পারেন বলে জানিয়েছে ইউগভ।

নির্বাচনের ফলাফলে ইউগভের এই পূর্বাভাস প্রতিফলিত হলে বেক্সিটের অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা বিবিসির। 

“এর ভিত্তিতে আমরা ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা বাতিল করতে করতে পারি না,” টাইমস সংবাদপত্রকে বলেছেন ইউগভের পলিটিক্যাল রিসার্চ বিভাগের পরিচালক অ্যান্থনি ওয়েলস। এই সংবাদপত্রই ইউগভের জরিপের ফলাফল প্রকাশ করেছে।

মঙ্গলবার সকালে স্বল্প পরিসরের আরেকটি বাজার বিশ্লেষক কোম্পানি ‘ফোকালপয়েন্ট’ একই ধরনের পূর্বাভাস দিয়েছে। জনসন ২৪ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে তাদের পূর্বাভাসে দেখানো হয়েছে। গত মাসে তাদের বলা ৮২ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থেকে এটি অনেক কম। 

‘ঝুলন্ত পার্লামেন্ট’ হলে ব্রেক্সিট নিয়ে চলা অচলাবস্থার সমাধান কোনো দলই করতে পারবে না, এমন ধারণা প্রচলিত থাকায় তা অল্প সময়ের জন্য হলেও ব্রিটেনের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ পরিণতি ডেকে আনবে বলে অনেক বিশ্লেষকের ধারণা।

দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপের ফলাফলের ভিত্তিতে ইউগভের অনুমান ছিল, ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে রক্ষণশীলরা ৩৫৯টি আসনে জিতে ৬৮ আসনের ব্যবধানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।  

কিন্তু সর্বশেষ জরিপের ফলাফলের ভিত্তিতে রক্ষণশীলরা ৩৩৯টি আসনে জয় পাবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এর অর্থ ২০১৭ সালের নির্বাচনে পাওয়া ৩১৭ আসন থেকে এবার আসন বাড়লেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না জনসনের দল।

প্রধান বিরোধীদল লেবার পার্টি আসন হারাবে বলে ফের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০১৭ সালে লেবার পার্টি ২৬২ আসনে জিতলেও এবার ২৩১ আসন ধরে রাখতে পারবে বলে পূর্বাভাস দিয়েছে ইউগভ। স্কটিশ ন্যাশনাল পার্টি ও লিবারেল ডেমোক্রেট পার্টি উভয়েরই অল্প কিছু আসন বাড়বে বলে আভাস দিয়েছে তারা।