‘সিরিয়া ছেড়ে যাওয়া মার্কিন সেনারা ইরাকে যাবে’

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে প্রত্যাহার করা সব মার্কিন সেনাকেই পুনরায় ইরাকে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষান্ত্রী মার্ক এসপার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 04:15 PM
Updated : 20 Oct 2019, 04:15 PM

সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১ হাজার সেনাকে ফের ইরাকে মোতায়েন করা হবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পুনরুত্থান ঠেকাতে সহায়তা করার জন্য।

ওই অঞ্চলে যাওয়ার পথে এক ফ্লাইটে এসপার বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইরাককে সুরক্ষা দিতে কাজ করবে এবং আইএস এর আবার সংগঠিত হওয়ার চেষ্টা প্রতিহত করবে। সেনাদের এই বাহিনী আবার নতুন করে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থান নেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে এই সেনাদের দেশে ফিরিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্রাম্প সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ায় সেখানে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের পথ সুগম হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চেষ্টায় সেখানে দু’পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও তুরস্ক এবং কুর্দি উভয়ই তা লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করছে।