মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ১৫

মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য গুরেরোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বেসামরিকদের গোলাগুলির ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 06:44 AM
Updated : 16 Oct 2019, 06:44 AM

মঙ্গলবার রাজ্যটির তেপোচিকা শহরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষগুলোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এ ঘটনায় নিহতদের মধ্যে ১৪ জন বেসামরিক ও অপরজন সৈন্য বলে গুরেরো রাজ্যের জননিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ জানিয়েছেন।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে সন্দেহভাজন মাদক অপরাধীদের গুলিতে ১৪ পুলিশ নিহত হওয়ার একদিন পর প্রতিবেশী রাজ্য গুরেরোত প্রাণঘাতি আরেকটি গোলাগুলির ঘটনা ঘটলো।   

ঘটনার পর কয়েকটি ছবিতে নিহত দুই বেসামরিকের লাশ পড়ে থাকতে দেখা গেছে বল রয়টার্স জানিয়েছে। তাদের একজনের লাশ গুলিতে ঝাঁঝড়া হয়ে যাওয়া একটি পিক আপ ট্রাকের একপাশে ঝুঁলে ছিল। কয়েকটি ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এলাকাটিতে টহল দিতে দেখা গেছে। 

তেপোচিকা শহরের কাছেই ইগুয়ালা শহরের অবস্থান। এই ইগুয়ালা শহরেই ২০১৪ সালে ৪৩ জন শিক্ষানবিশি শিক্ষক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। স্থানীয় দুর্নীতিবাজ পুলিশদের সঙ্গে চক্রান্ত করে মাদক অপরাধী গোষ্ঠী ওই বছরের ২৬ সেপ্টেম্বর তাদের অপহরণ করে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করে নদীতে ভাসিয়ে দেয়।   

এ ঘটনায় মেক্সিকোর তৎকালীন প্রেসিডেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের জয় নিশ্চিত করে।

মেক্সিকোয় দীর্ঘদিন ধরে চলা সহিংসতার জন্য সাবেক প্রশাসনগুলোকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ওব্রাদর।