নিউ ইয়র্কে ৪ ‘গৃহহীনকে’ পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ব্যক্তি একটি ধাতব লাঠি দিয়ে মাথায় আঘাত করে এক রাতে চার ব্যক্তিকে হত্যা করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 05:52 PM
Updated : 5 Oct 2019, 05:52 PM

হামলার শিকার পঞ্চম ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নিহত সবাই গৃহহীন ছিল এবং ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হয় বলে ধারণা করছে পুলিশ।

সন্দেহভাজন হামলাকারীকে  আটক করা হয়েছে। পুলিশ ওই হামলায় ব্যবহৃত ধাতব লাঠিটিও জব্দ করেছে।

ম্যানহাটানের তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় ওই হামলা হয়।

কী কারণে এ হামলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আটক সন্দেহভাজন হামলাকারীর নাম এখনো প্রকাশ করা হয়নি। তার বয়স ২৪ বছর বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের পর (রাত ২টার দিকে) তারা জরুরি নম্বরে ফোন পান।

বেঁচে যাওয়া ব্যক্তি খুব সম্ভবত হামলাকারীর দ্বিতীয় শিকার ছিলেন। তাকে নিউ ইয়র্কের ডাউনটাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিউ ইয়র্ক টাইমস জানায়, চায়নাটাউন এবং লোয়ার ইস্ট সাইডে ‍হামলাগুলো হয়।

প্রায় তিন ফুল লম্বা একটি লোহার পাইপ দিয়ে ওই ব্যক্তিদের মাথায় আঘাত করা হয়। ‍

এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সম্ভবত ‍হামলাকারী নিজেও গৃহহীন এবং কোনো কিছু বিচার না করেই সে একের পর এক মানুষ হত্যা করে গেছেন।