ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে তিন দিনে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হয়েছে।

>>রয়টার্স
Published : 4 Oct 2019, 10:44 AM
Updated : 4 Oct 2019, 10:44 AM

দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার নিহতের এ সংখ্যা নিশ্চিত করে।

বিক্ষোভে দক্ষিণের শহর নাসিরিয়ায় সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। সেখানে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে।

তারপরই আছে রাজধানী বাগদাদ, সেখানে ১৬ জন মারা গেছেন।

বিক্ষোভে আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ।

বেকারত্ব, অদক্ষতা ও দুর্নীতির বিস্তার নিয়ে ক্ষুব্ধ কিছু প্রতিবাদকারী গত মঙ্গলবার বাগদাদে ছোট একটি বিক্ষোভ শুরু করেছিল।

ওই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুই জন নিহত হন।

এরপরই বিক্ষোভ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। বুধবার দিনভর ব্যাপক বিক্ষোভে একটি শিশুসহ পাঁচ জন নিহত হয়। পাশাপাশি বিক্ষোভকারী ও পুলিশসহ কয়েকশ লোক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাজধানী জুড়ে কারফিউ জারি করা হয়।

বৃহস্পতিবার ভোরে কারফিউ শুরু হওয়ার পর বাগদাদের কেন্দ্রীয় এলাকায় সেনা সদস্যরা টহল দিতে শুরু করে। কিন্তু তার মধ্যেও রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বিক্ষোভ হয় বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছিলেন।