ফ্রান্সে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলায় চার কর্মকর্তা খুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদরদপ্তরে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 01:29 PM
Updated : 3 Oct 2019, 02:47 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নতর-দাম ক্যাথেড্রালের কাছে এ হামলা চালান পুলিশেরই এক প্রশাসনিক কর্মচারি।

হামলাকারী সদরদপ্তর ভবনে ঢুকে সোজা তার কার্যালয়ে গিয়ে ছুরি নিয়ে সহকর্মীদের ওপর হামলা চালায়।

এতে তিনজন পুরুষ ও একজন নারী নিহত এবং আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফ্রান্সের সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা।

ঘটনার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় কাজ, কম মজুরি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ্পো এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনাস্থলে গেছেন।