মিশরের সিনাইতে জঙ্গি হামলায় ৭ সৈন্যসহ নিহত ৮

মিশরের উত্তর সিনাই অঞ্চলে এক চোরাগোপ্তা হামলায় সাত সৈন্য ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 11:15 AM
Updated : 28 Sept 2019, 11:43 AM

শুক্রবারে হওয়া এ হামলার দায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর সিনাইয়ের বির আল আবেদে চালানো ওই হামলায় দুই সৈন্যও আহত হয়েছেন।

নিজেদের বার্তা সংস্থা আমাকে প্রকাশিত বিবৃতিতে হামলায় দায় স্বীকার করে আইএস হামলায় ১৫ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে। গোষ্ঠীটির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

মিশর দীর্ঘদিন ধরেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এসব বিদ্রোহীরা সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে শত শত সৈন্য, পুলিশ ও স্থানীয় বাসিন্দাকে হত্যা করেছে।  

শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কিছুদিনে নিরাপত্তা বাহিনী সিনাইয়ের উত্তর ও মধ্যাঞ্চলে অভিযান চালিয়ে ১১৮ জন জঙ্গিকে হত্যা করেছে।