ভিসা নিয়ে বিরোধে রাশিয়ায় মার্কিন কূটনীতিককে তলব

যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদে রুশ প্রতিনিধিদলের কয়েকজন সদস্যের ভিসা নাকচ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এর প্রতিবাদ জানাতে মস্কোয় তলব করা হয়েছে ঊর্ধ্বতন এক মার্কিন কূটনীতিককে।

>>রয়টার্স
Published : 24 Sept 2019, 11:57 AM
Updated : 24 Sept 2019, 11:57 AM

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, রুশ প্রতিনিধিদলের সদস্যদের ভিসা নাকচ করে ওয়াশিংটন আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।

ওদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় মস্কো এবং জাতিসংঘ দুদিক থেকেই এর কড়া জবাব দেওয়ার পট প্রস্তুত হয়েছে।