যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় ৪ চীনা পর্যটকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে চীনা পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত চার জনের মৃত্যু এবং পাঁচজন ‍গুরুতর আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 21 Sept 2019, 07:00 AM
Updated : 21 Sept 2019, 07:00 AM

ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কাছে হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। বাসটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

উটাহ হাইওয়ে পেট্রোলের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান।

সঙ্গে সঙ্গেই তিনটি হেলিকপ্টার এবং অন্যান্য জরুরি উদ্ধার যান নিয়ে তারা দুর্ঘটনাস্থলে হাজির হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

“আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের সব যাত্রী চীনের নাগরিক। বাসচালকও চীনা বংশোদ্ভূত আমেরিকান।”

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে যারা চীনের মান্দারিন ভাষা জানেন তাদের হাসপাতালে গিয়ে দোভাষীর কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসও দুর্ঘটনার খবর পাওয়ার পর ‘জরুরি ব্যবস্থা’ গ্রহণ করেছে এবং আহতদের খোঁজখবর নিতে কয়েকজন দূতাবাস কর্মীকে হাসপাতালে পাঠিয়েছে।