দিল্লির ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম

ভারতের রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 07:43 AM
Updated : 13 Sept 2019, 09:45 AM

সদ্য প্রয়াত ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট ছিলেন।

 

গত মাসে ভারতের ক্ষমতাসীন দলে বিজেপির বর্ষীয়ান এই নেতা মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এছাড়া, বৃহস্পতিবার ক্রিকেটের জনপ্রিয় একই স্টেডিয়ামের একটি প্যাভিলিয়নের নাম ভারতের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নামে রাখা হয়েছে বলেও জানায় এনডিটিভি।

স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট।

স্ত্রীকে নিয়ে নিজ নামের প্যাভিলিয়ন উদ্বোধনের পর বিরাট বলেন, “আজ বাড়ি থেকে বের হওয়ার সময় আমি পরিবারকে একটা ঘটনার কথা মনে করে দিয়েছি… মনে পড়ে ২০০১ সালে আমি এই স্টেডিয়ামে একটি ম্যাচের টিকেট পেয়ে খেলা দেখতে গিয়েছিলাম এবং খেলোয়াড়দের অটোগ্রাফ নিয়েছিলাম। আজ আমার নামে এই স্টেডিয়ামের একটি প্যাভিলিয়নের নামকরণ হয়েছে, কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা দরুণ সম্মানের।”

অরুণ জেটলির সঙ্গে কথা বলেই বিরাট কোহলির নামে একটি প্যাভিলিয়নের নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ডিডিসিএ’র বর্তমান প্রেসিডেন্ট রজত শর্মা।

“বিরাট কোহলি বিশ্বের সেরা ক্রিকেটার।”