ভারতের কাশ্মীর সিদ্ধান্ত একতরফা: চীন

ভারতের সঙ্গে এক কূটনৈতিক বৈঠকে কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তকে ‘একতরফা’ আখ্যা দিয়েছে চীন।

>>রয়টার্স
Published : 12 August 2019, 03:27 PM
Updated : 12 August 2019, 03:27 PM

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সোমবার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সে বৈঠকেই ওয়াং ই বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তের ক্ষেত্রে চীন ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভারত গঠনমূলক ভূমিকা পালন করবে বলেই তিনি আশা করেন।

তার এ কথার জবাবে এস জয়শঙ্কর বলেন, ভারত সংযত থাকতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক।

গত ৫ই আগস্ট ভারত সরকার সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাদ দিয়ে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয় এবং এলাকাটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত জানায়।

এরপরই ভারতের এ উদ্যোগকে একতরফা ও অবৈধ আখ্যা দিয়ে এর কড়া প্রতিবাদ জানায় পাকিস্তান। একসঙ্গে ভারতের পদক্ষেপের বিরোধিতা করেছিল চীনও।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ভারতীয় সিদ্ধান্ত আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে বলে চীন অভিযোগ করেছিল।