হরমুজে দক্ষিণ কোরিয়াকে সেনা পাঠাতে বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরান উপকূলের হরমুজ প্রণালীতে মার্কিন নেতৃত্বাধীন মেরিন বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়াকে সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছে।

>>রয়টার্স
Published : 9 August 2019, 03:52 PM
Updated : 9 August 2019, 03:52 PM

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেয়ং কেয়ং-ডু’র সঙ্গে শুক্রবার এক বৈঠকে এ অনুরোধ জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা শুক্রবার এ খবর জানিয়েছে।

জেওং মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, দক্ষিণ কোরিয়া অনেক বিকল্প পন্থাই ভেবে দেখছে। যেহেতু দক্ষিণ কোরিয়ার মানুষও ওই প্রণালী ব্যবহার করছে।

একাধিক আঞ্চলিক চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্রথম আন্তর্জাতিক সফরে অস্ট্রেলিয়া, জাপান এবং মঙ্গোলিয়া সফরের শেষ পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া সফরে যান।

হরমুজ প্রণালীতে বিদেশি তেল ট্যাংকারগুলো ইরানের খপ্পরে পড়ার আশঙ্কা এবং সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সফরে গেলেন।