ব্রাজিলে বিমানবন্দর থেকে ৪ কোটি ডলারের সোনা লুট

একদল অস্ত্রধারী ব্রাজিলের সাও পাওলোর একটি বিমানবন্দরের কার্গো টার্মিনাল থেকে চার কোটি মার্কিন ডলার মূল্যে সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু লুট করে নিয়ে গেছে।

>>রয়টার্স
Published : 26 July 2019, 09:29 AM
Updated : 26 July 2019, 09:29 AM

বৃহস্পতিবারের এ ঘটনায় অস্ত্রধারীরা চলে যাওয়া সময় দুইজনকে জিম্মি করেছে বলেও জানায় পুলিশ। 

ভিডিও ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন লুটেরারা কালো রঙের পিকআপ ট্রাকে করে গুয়ারুলুস বিমানবন্দরে প্রবেশ করে। ‘ফেডারেল পুলিশ’ লেখা ওই পিকআপে তাদের দেখতে ব্রাজিলের ফেডারেল পুলিশের মতই লাগছিল।

ওই পিকআপ ট্রাক থেকে মুখঢাকা চার ব্যক্তি নেমে আসেন। তাদের অন্তত একজনের হাতে একটি রাইফেল ছিল। তারা বিমানবন্দরেরকর্মীদের অস্ত্রের মুখে আটকে রেখে পিকআপে সোনা বোঝাই কার্গো তোলে।

পুলিশ জানায়, তারা ৭৫০ কেজি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু লুট করে এবং যাওয়ার সময় বিমানবন্দরের ‍দুই কর্মীকে তাদের সঙ্গে নিয়ে যায়।

এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান ‍গুয়ারুলুস বিমানবন্দরের মুখপাত্র। তবে যে দুইজনকে জিম্মি করা হয়েছে তাদের বিষয়ে তিনি কিছু বলেননি।