ফের সীমান্তে ঢুকলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্র আবারও সীমান্তে প্রবেশ করলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে ইরান। পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি এ সতর্কবার্তা দেন।

>>রয়টার্স
Published : 27 June 2019, 11:23 AM
Updated : 27 June 2019, 12:06 PM

হরমুজ প্রণালীতে মার্কিন গোয়েন্দা চালকবিহীন বিমান ‘ড্রোন’ ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার এক সপ্তাহের মাথায় ইরান এ কড়া বার্তা দিল। ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

তাসনিম জানায়, লারিজানি বুধবার বলেছেন, “ড্রোন হামলার শিকার হয়ে যুক্তরাষ্ট্র ইরানের সীমানায় কোনো আগ্রাসনে না যাওয়ার ব্যাপারে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। এ ধরনের ভুল তারা আবার করলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।”

ইরানের দাবি, মার্কিন ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে ওয়াশিংটন এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। ড্রোন ভূপাতিতের প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের কয়েকটি স্থাপনায় বিমান হামলার আদেশ দিয়েও পরে ১৫০ জন মানুষের জীবনের হুমকির কথা চিন্তা করে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করেন।