সন্তানরা সমকামী হলেও সমর্থন দেব: প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম বলেছেন, তার সন্তানরা সমকামী হলেও তাদেরকে ‘পূর্ণ সমর্থন’ দেবেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 05:06 PM
Updated : 26 June 2019, 05:06 PM

তবে স্বীকার করেছেন, যদি তাই হয় তাহলে তাদেরকে যে বাড়তি চাপের মুখে পড়তে হবে তা নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’।

লন্ডনে সমকামী, উভকামী ও হিজড়া (এলজিবিটি) সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে প্রিন্স উলিয়াম একথা বলেন বলে বুধবার জানিয়েছেন বিবিসি।

অনুষ্ঠানে উলিয়াম আরো বলেন, বাবা হওয়ার আগেই তিনি এসব নিয়ে ভেবেছেন।

তার কথায়, “যদি আমরা এমন একটি বিশ্বে বাস করতাম যেখান এটাকে স্বাভাবিক এবং ঠিকঠাক বলে মেনে নেওয়া হত। কিন্তু বিশেষ করে আমার পরিবার এবং আমরা যে অবস্থানে রয়েছি সেখান থেকে আমি এ নিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগি।”

নিজের সন্তানদের ক্ষেত্রে বিষয়টি মেনে নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে উইলিয়াম বলেন, তার সন্তানরা যে সিদ্ধান্তই নিক তিনি তা সমর্থন করবেন।

তবে বলেন, “যদিও একজন বাবা হিসেবে বিষয়টি আমাকে ভাবাবে। আপনারা তো জানেন কত ধরনের বাধার মুখে পড়তে হয়। লোকজনের গালি, নিপীড়ন এসব তো আছেই; সঙ্গে বৈষম্যের শিকারও হতে পারে। আমি আসলে এসব নিয়ে চিন্তিত।”

“আমাদের সবার উচিৎ এসব ঠিক করতে চেষ্টা করা ও সাহায্য করা। ওটা (সমকামীদের প্রতি বৈষম্য) আমাদের অতীত এবং তা যেন আর না হয় সেটি নিশ্চিত করা উচিত।”

ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের একজনের কাজ থেকে পাওয়া এই সমর্থন এলজিবিটি মানুষদের জন্য দারুণ এক মুহূর্ত।

প্রিন্স উলিয়াম শুধু রাজপরিবারের সদস্যই নন, তিনি ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী।

যদিও কমনওয়েলথ ভুক্ত ৫৩ দেশের মধ্যে ৩৫ দেশে সমকামিতা অপরাধ বলে গণ্য হয়। আর মাত্র ১৮টি দেশে সমকামিতা আইনত বৈধ।

তিন সন্তানের জনক প্রিন্স উলিয়াম বলেন, তার এ ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়া এবারই প্রথম নয়।

ব্রিটিশ রাজপরিবারেও সমলিঙ্গে বিয়ের ঘটনা ঘটেছে। রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে গত বছর রানি এলিজাবেথের কাজিন লর্ড আইভার মাউন্টব্যাটেন এবং তার সঙ্গী জেমস কোয়েলকে বিয়ে করেন।