সন্দেহজনক প্যাকেজ, নিউ জিল্যান্ডের ডানেডিন বিমানবন্দর বন্ধ

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার দুই দিনের মধ্যে সন্দেহজনক প্যাকেজের অস্তিত্বের খবরে পুলিশ দেশটির ডানেডিন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 10:10 AM
Updated : 17 March 2019, 10:10 AM

রোববার পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের বিমানক্ষেত্রে সন্দেহজনক প্যাকেজ থাকার অভিযোগ পাওয়ার পর ডানেডিন শহরের বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং প্যাকেজের প্রকৃতি নির্ধারণে বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী এক বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত এবং আরও ৪৮ জন গুলিবিদ্ধ হন।

এই হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী । এটি নিউ জিল্যান্ডের ইতিহাসে শান্তিকালীন সময়ে সংঘটিত সবচেয়ে বড় নির্বিচার হত্যাকাণ্ড। এ হামলার পর দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।