নিউজিল্যান্ডে হামলার পর নিরাপত্তা জোরদার করছে ফ্রান্স

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনার পর ফরাসি কর্তৃপক্ষ ধর্মীয়স্থানগুলোর কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

>>রয়টার্স
Published : 15 March 2019, 01:41 PM
Updated : 15 March 2019, 01:41 PM

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার একথা জানিয়েছেন। ধর্মীয় স্থানগুলোতে টহল চলবে বলে অফিসিয়াল টুইটার একাউন্টে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডে নামাজের সময় বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এক বন্দুকধারী ফেইসবুকে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলার লাইভ ফুটেজ প্রচার করেছে এবং এক ঘোষণায় অভিবাসীদের নিন্দা করেছে।

ফ্রান্সে পশ্চিম ইউরোপের সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস। দেশটিতে ২০১৫ এবং ১৬ সালে প্রাণঘাতী জঙ্গি হামলাও হয়েছে।