ব্যাগ ছিনতাই, ১৫ ফুট রাস্তা এক নারীকে টেনে নিল ছিনতাইকারীরা

দিল্লির ব্যস্ত সড়কে দাঁড়িয়ে ছিলেন এক নারী। হঠাৎ করেই মটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 04:42 PM
Updated : 11 March 2019, 04:42 PM

হ্যাচকা টানে পড়ে গেলেও ব্যাগ ছাড়েননি, থামেনি ছিনতাইকারীরাও। মোটরসাইকেলের পেছনে প্রায় ১৫ ফুট রাস্তা ওই নারীকে টেনে নিয়ে যায়। কোনোভাবে হাত ছাড়িয়ে নিজের প্রাণ রক্ষা করেন ওই নারী।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দিল্লি জনকপুরি এলাকায় দিনদুপুরে ভয়াবহ এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। ঘটনাস্থলের সামনেই একটি পুলিশ বুথ ছিল।

রাস্তার সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে। অনলাইনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলটি যখন টানতে টানতে ওই নারীকে নিয়ে যাচ্ছিল তখন আশেপাশের লোকজন তাকিয়ে দেখছিল, ‍সাহায্যে জন্য কেউ এগিয়ে যায়নি।

পরে ওই নারী সংবাদ মাধ্যমকে বলেন, তার ব্যাগে ২০ ‍হাজার রুপি ছিল।

“তারা যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল কেউ সাহায্যে জন এগিয়ে আসেনি। রাস্তার লোকজন ঘটনাটি এড়িয়ে গেছে।”

এ ঘটনায় পুলিশ একটি ছিনতাইয়ের মামলা করেছে। কিন্তু সেখানে ওই নারীর ‌আহত হওয়ার বিষয়ে কী উল্লেখ করা হয়নি।

হেলমেট পরা থাকায় ভিডিওতে ছিনতাইকারীদের চেহারা বোঝা যাচ্ছে না।