২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না হিলারি

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে হিলারি নিজেই একথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 11:36 AM
Updated : 5 March 2019, 11:37 AM

বিবিসি জানায়, নিউ ইয়র্কের নিউজ ১২ টিভি চ্যানেলে হিলারি বলেছেন, “আমি পরবর্তী নির্বাচনে লড়ছি না। তবে আমি যা বিশ্বাস করি তার জন্য আমি কথা বলে যাব, কাজ করে যাব এবং সমর্থন দিয়ে যাব।”

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসাবে হিলারি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। তার আগে হিলারিই জয়ী হয়ে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল।

গতবছরই হিলারি জানিয়েছিলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন তিনি।কিন্তু এবার গণমাধ্যমের সাক্ষাৎকারে হিলারি এই প্রথম নির্বাচনে না লড়ার বিষয়টি নিশ্চিত করলেন।

ভবিষ্যতে কোনো পদের জন্য লড়বেন কিনা- নিউজ ১২ টিভির এ প্রশ্নের জবাবেও হিলারি এমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন।