ব্রেক্সিট পেছাতে পার্লামেন্টে ভোটের প্রস্তাব মে’র

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে আগামী মাসে এমপি’রা তার চুক্তি প্রত্যাখ্যান করলে হয় ব্রেক্সিট পিছিয়ে দেওয়া নয়ত চুক্তিবিহীন বেক্সিটের প্রশ্নে পার্লামেন্টে ভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।

>>রয়টার্স
Published : 26 Feb 2019, 06:49 PM
Updated : 26 Feb 2019, 07:23 PM

ব্রেক্সিট নিয়ে মঙ্গলবার এক বক্তব্যে এমপি’দেরকে এ সুযোগ দেওয়ার ঘোষণা দেন মে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবর্তন আনা ব্রেক্সিট চুক্তিটি নিয়ে ১২ মার্চে পার্লামেন্টে ভোট হবে।

এ চুক্তি এমপি’রা প্রত্যাখ্যান করলে তাদেরকে আলাদাভাবে আরো দুটো ভোট অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হবে।

এর একটি ভোট হবে পরদিনই। আর তা হবে এমপি’রা চুক্তিবিহীন ব্রেক্সিট সমর্থন করেন কিনা সে প্রশ্নে। সুতরাং, এমপিদের যথেষ্ট সমর্থন থাকলেই কেবল ২৯ মার্চে চুক্তি ছাড়া ব্রেক্সিট হতে পারবে।

আর চুক্তিবিহীন ব্রেক্সিট ভোটে পাস না হলে ১৪ মার্চে হবে দ্বিতীয় আরেকটি ভোট। এ ভোট হবে আরো অল্প কিছুদিনের জন্য ব্রেক্সিট প্রক্রিয়ায় দেরী করার প্রশ্নে।

তবে টেরিজা মে এমপি’দের বলেন, “আমি স্পষ্ট করেই বলছি যে, অনুচ্ছেদ ৫০  দির্ঘায়িত হোক তা আমি চাই না। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি চুক্তির জন্য কাজ করে যাওয়া এবং ২৯ মার্চেই ইইউ থেকে বিচ্ছেদ (ব্রেক্সিট) সম্পন্ন করা।”