তেহরান সফরে গিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ আসাদের

তেহরান সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়কে  ধন্যবাদ জানিয়েয়েছেন। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2019, 10:10 AM
Updated : 26 Feb 2019, 10:11 AM

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিকের (আইআরএনএ) বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সোমবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ইরান সফরে যান আসাদ। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আকস্মিক পদত্যাগের ঘোষণা দেওয়ার একদিন পর রুহানি এ মন্তব্য করলেন। কী কারণে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

তবে নিশ্চিত হওয়া যায়নি এমন কিছু সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সিরীয় প্রেসিডেন্টের তেহরান সফরকে কেন্দ্র করেই ওই পদত্যাগ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আসাদের ইরান সফরের আনুষ্ঠানিক কোনো ছবিতে জারিফকে দেখা যায়নি। সিরিয়ার প্রেসিডেন্টের ইরান সফরের কথা ‘ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানতেন না’ বলেও দাবিও এসেছে।