চীনে টেসলা কারখানার যাত্রা শুরু

বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী কোম্পানি ‘টেসলা’ চীনের শাংহাইয়ে নতুন কারখানা তৈরির কাজ ‍শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে এটিই কোম্পানিটির প্রথম কারখানা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 04:49 PM
Updated : 7 Jan 2019, 04:56 PM

টেসলা প্রধান ইলন মাস্ক এবং শাংহাইয়ের কয়েকজন কর্মকর্তা মিলে সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কারখানা নির্মাণকাজের শুভ সূচনা করেন।

নতুন কারখানায় ‘মডেল থ্রি’ ও ‘মডেল ওয়াই’ গাড়ি নির্মাণ করা হবে বলে জানায় বিবিসি। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় টেসলা।

কারণ, গত কয়েক বছর ধরে চীনের স্থানীয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে টেসলার প্রতিযোগিতা বাড়ছে।

চীনে কারখানা শুরুর কারণে টেসলা এখন এখানে নির্মিত গাড়ির উপর থেকে দেশটির সরকার আরোপিত আমদানি শুল্কও এড়াতে পারবে।

বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র থেকে গাড়ি আমদানির উপর চীন মোটা শুল্ক আরোপ করেছে।

টেসলা কর্তৃপক্ষ জানায়, শুল্ক এবং পরিবহন খরচ মিলিয়ে চীনের কোম্পানিগুলোর তৈরি গাড়ির দামের তুলনায় টেসলার গাড়ির দাম ৫৫ থেকে ৬০ শতাংশ বেড়ে যায়।

কারখানা উদ্বোধনের পর একাধিক টুইটে মাস্ক বলেন, নতুন কারখানায় গাড়ির সবচেয়ে বড় বাজারের জন্য ‘সাধারণের সাধ্যের মধ্যে’ টেসলা মডেল থ্রি গাড়ি প্রস্তুত করা হবে।

“চীনের জন্য মডেল ওয়াই গাড়ি প্রস্তুতের পরিকল্পনাও আমাদের আছে।”

তথাকথিত এই ‘গিগাফ্যাক্টরির’ জন্য পাঁচশ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এ বছরের শেষদিকেই এখানে মডেল থ্রি গাড়ি উৎপাদন শুরু হবে বলেও জানান মাস্ক।

তিনি বলেন, “গ্রীষ্মের মধ্যে কারখানার প্রাথমিক নির্মাণ কাজ শেষ করার পর বছরের শেষদিকেই মডেল থ্রি গাড়ি উৎপাদন শুরু করতে চাই। আগামী বছর পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে।”