ওজন না কমালে দায়িত্ব থেকে অব্যাহতি!

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তাদের ‘বাড়তি ওজনের’ কেবিন ক্রুদের ওজন কমাতে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে। নতুবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বলে নোটিশ দিয়েছে।

>>রয়টার্স
Published : 6 Jan 2019, 04:56 PM
Updated : 6 Jan 2019, 04:56 PM

সিএনএন জানায়, পিআইএ কর্তৃপক্ষ তাদের প্রায় ১৮শ’ কেবিন ক্রুকে এ নোটিশ পাঠিয়েছে।  নতুন বছরের প্রথম দিন পিআইএ’র মহাব্যবস্থাপক আমির বশির এই নির্দেশ দেন।

পিআইএ তে বর্তমানে নির্ধারিত ওজনের চেয়ে ৩০ পাউন্ড বেশি ওজনের ফ্লাইট অ্যাটেনডেন্টরাও ফ্লাইটে দায়িত্ব পালন করেন।

ভিন্ন উচ্চতা এবং শরীরিক গঠন অনুযায়ী কত ওজন হতে হবে সে বিষয়ে একটি চার্টও ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

পিআইএ’র মুখপাত্র মাশহুদ তাজওয়ার বিষয়টিকে ‘নিয়মিত, দৈনন্দিন বিষয়’ বলে বর্ণনা করেছেন।

তিনি সিএনএন’কে বলেন, “১ জুলাইয়ের মধ্যে তাদের মাত্র ৫ শতাংশ কেবিন ক্রুর ওজন কমাতে হবে।”

কর্মীদের ‘স্লিম, স্মার্ট অ্যান্ড ফিট’ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “উড়োজাহাজে কেউই মোটা কেবিন ক্রুদের পছন্দ করেন না। আমরা যাত্রীদের কাছ থেকে স্থুল কেবিন ক্রুদের বিষয়ে অভিযোগ পেয়েছি।”

শুধু ‘দেখতে ভালো লাগবার’ জন্য নয় বরং কেবিন ক্রুদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাশহুদ।

তিনি বলেন, পিআইএ একা নয় বরং সব এয়ারলাইন্সই তাদের কেবিন ক্রুদের জন্য ওজন নির্ধারণ করে দেয়।

২০১৪ সালে ভারতের সিভিল এভিয়েশন রেগুলেটর পুরুষ ও নারী কেবিন ক্রুদের জন্য নির্ধারিত শরীরিক মাপ ঠিক করে দেয়।