অস্কারজয়ী মার্কিন গীতিকার গিমবেলের মৃত্যু

অস্কার ও গ্রামি পুরস্কারজয়ী মার্কিন গীতিকার নরমান গিমবেল আর নেই।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 08:39 AM
Updated : 29 Dec 2018, 08:39 AM

গত ১৯ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টিসিটোর বাসভবনে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

৯১ বছর বয়সী এ গীতিকারের মৃত্যুর কারণ জানা যায়নি।

‘কিলিং মি সফটলি’, ‘ইট গোজ লাইক ইট গোজ’, ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা গিমবেলে ১৯৭৩ সালে গ্রামি ও ১৯৯৭ সালে সেরা মৌলিক গানের জন্য অস্কার পেয়েছিলেন।

টেলিভিশন ও চলচ্চিত্রেও তার লেখা অসংখ্য গান ও থিম সং আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

১৯৮৪ সালে তিনি গীতিকারদের হল অব ফেমে জায়গা করে নিয়েছিলেন।

ব্রুকলিনে জন্ম নেওয়া গিমবেল তার ক্যারিয়ার শুরু করেছিলেন সঙ্গীত প্রকাশক ডেভিড ব্লাম ও এডউইন এইচ মরিসের সঙ্গে। তার প্রথম দিককার লেখা জনপ্রিয় গানের মধ্যে কানাডিয়ান সানসেটও ছিল।

‘কিলিং মি সফটলি’ গানের জন্য ১৯৭৩ সালে তিনি সুরকার চার্লস ফক্সের সঙ্গে যৌথভাবে গ্রামি পুরস্কার জিতেছিলেন। নরমা রে চলচ্চিত্রে জেনিফার ওয়ার্নসের গাওয়া ‘ইট গোজ লাইক ইট গোজ’ গানের জন্য ২৪ বছর পর সুরকার ডেভিড শায়ারের সঙ্গে মিলে পান অ্যাকাডেমি পুরস্কার।