সুদানে সোনার খনি ধসে নিহত ৩

সুদানের উত্তরাঞ্চলে একটি সোনার খনি ধসে তিন শ্রমিক নিহত এবং আরও ১০ জন মাটির নিচে আটকা পড়ে আছেন।

>>রয়টার্স
Published : 8 Dec 2018, 12:19 PM
Updated : 8 Dec 2018, 12:34 PM

সুদানিজ মিনারেল রিসোর্স কোম্পানির (এসএমআরসি)পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোনার খনি সমৃদ্ধ ‘নিল রিভার’ রাজ্যের কাবকাবা এলাকার খনিটিতে বৃহস্পতিবার রাতে এ ধস নামে।

দুর্ঘটনার পর সেখান থেকে তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে; সামান্য আহত হলেও তারা সুস্থ আছে।

কাবকাবা খনিতে সোনার খোঁজে দুইটি লাইসেন্সধারী কোম্পানি ছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেকে খোঁড়াখুঁড়ি করছিল।

সুদানের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস খনি থেকে পাওয়া সোনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে সুদানের খনি থেকে প্রায় ১০০ টন সোনা উত্তলন করা হয়েছে।

তবে দেশটিতে এখনও প্রাচীন পন্থায় খনিজ সম্পদ উত্তলন করা হয়। ফলে বলতে গেলে কোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে খনন কাজ চালায়।

সুদানের খনিজ সম্পদ উত্তলন বিভাগের দেখভাল করে এসএমআরসি।

খনির ভেতর আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

নিহত ও আটকে পড়া শ্রমিকরা ব্যক্তি উদ্যোগে খনন কাজ চালাচ্ছিল বলেও জানান তারা।

“আমাদের কোম্পানি খনি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সব সময় উদ্বেগ প্রকাশ করেছে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় তাদের নিরাপত্তা নীতি অনুসরণ করার অনুরোধ করেছে।”