আগাম নির্বাচনের হুমকি থেকে বাঁচলেন নেতানিয়াহু

আগাম নির্বাচনের হুমকি থেকে বেঁচে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 04:03 PM
Updated : 19 Nov 2018, 04:59 PM

ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক গুরুত্বপূর্ণ নেতা জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় আগাম নির্বাচনের হুমকি সৃষ্টি হয়েছিল। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসায় হুমকি থেকে বাঁচলেন নেতানিয়াহু।

‘জিউস হোম পার্টি’র নেতা নাফতালি বেনেত্তে জোট ভেঙে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সিদ্ধান্ত বদলান বলে জানিয়েছে বিবিসি।

নেতানিয়াহু গত কয়েকদিন ধরে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দিয়েছেন।

গাজায় ক্ষমতাসীন হিজবুল্লাহর সঙ্গে সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর করেছে ইসরায়েল। যা নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবেরম্যান পদত্যাগ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের পর অনির্দিষ্টকালের জন্য নেতানিয়াহু নিজে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। অন্যদিকে, বেনেত্তে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব না দিলে জোট ভেঙে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহু সরকার মাত্র এক আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ দল। আসনের দিক দিয়ে বেনেত্তের দল জোটের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।