পুরুষ সমকামীদের নিয়ে বই, চীনা লেখিকার কারাদণ্ড

পুরুষ সমকামীদের যৌন আচরণের বর্ণনা দিয়ে বই লেখা এবং তা বিক্রি করায় চীনে এক লেখিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 01:04 PM
Updated : 19 Nov 2018, 01:05 PM

বিবিসি জানায়, লেখিকার নাম লিউ। গত মাসে আনহুই প্রদেশের একটি আদালত তাকে ‘অশ্লীল বিষয়’ লেখা এবং তা বিক্রির অভিযোগে দোষীসাব্যস্ত করে কারাদণ্ড দেয়।

তার ‘অকুপেশন’ শীর্ষক বাইটতে পুরুষ সমকামিদের যৌন আচরণ নিয়ে কথা বলা হয়েছে। তাদের যৌন জীবন ছাড়াও যৌন নিপীড়নের মতো বিকৃত যৌন আচরণের বর্ণনাও সেখানে আছে। বইটি ৭ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। আয় হয়েছে ১ লাখ ৫০ হাজার ইউয়ান।

বেইজিং নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে লিউ আপিল করেছেন। অনলাইনে তিনি ‘থিয়ান ই’ নামে পরিচিত।

লিউর কারাদণ্ডাদেশের বিরুদ্ধে চীন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। চীনা ওয়েবসাইট উইবো তে একজন লেখেন, “একটি উপন্যাস লেখার শাস্তি ১০ বছর? এটা অনেক বেশি।”

চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষীসাব্যস্ত সাবেক এক সরকারি কর্মকর্তাকে ২০১৩ সালে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ওই ঘটনার কথা উল্লেখ করে আরেক জন লেখেন, “শিশু ধর্ষণে অভিযোগে দোষী সাব্যস্তকে ১০ বছরের কম কারাদণ্ড দেওয়া হল, আর এই লেখিকাকে কিনা শাস্তি দেওয়া হল ১০ বছর!” 

চীনে পর্নগ্রাফি অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।