সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করছেন ট্রাম্প

সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জন আবিজাইদের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 14 Nov 2018, 01:05 PM
Updated : 14 Nov 2018, 01:05 PM

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশুগজি খুন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে থাকার মধ্যেই ট্রাম্প মঙ্গলবার চার তারকা বিশিষ্ট এ জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন। চূড়ান্ত নিয়োগ পেতে আবিজাইদকে এখন সিনেটের অনুমোদন পেতে হবে।

ট্রাম্প ২০১৭ সালের জানুারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে সৌদি আরবের রাষ্ট্রদূতের এ পদটি খালি পড়ে আছে। সিনেটের ডেমোক্র্যাটরাই এ পদে মনোনয়ন আটকে রাখার জন্য দায়ী বলে অভিযোগ ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর।

খাশুগজি হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে জটিল কূটনৈতিক আবহের প্রেক্ষাপটে এ শূন্যপদ পূরণের তাগিদ দেখা দেয়।

আবিজাইদ ইরাক যুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বদানকারী কর্মকর্তা হিসাবে সুপরিচিত। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে কন্সালটেন্সি করা ছাড়াও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইন্সটিটিউশনে কাজ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।