ক্যালিফোর্নিয়ায় বারে ঢুকে গুলি, নিহত ১২

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার থাউস্যান্ড ওকস শহরের একটি বারে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 11:51 AM
Updated : 8 Nov 2018, 12:54 PM

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার থাউস্যান্ড ওকস শহরের একটি বারে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

লস এঞ্জেলেসের প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে বোর্ডলাইন বার এন্ড গ্রিলে স্থানীয় সময় রাত ১১ টা ২০ এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হালায় আরো অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে।

হামলার সময় বারটিতে সঙ্গীত অনুষ্ঠান চলছিল এবং কমপক্ষে ২শ’ মানুষ উপস্থিত ছিল। হামলাকারী কালো পোশাকে বারে ঢুকে গুলি চালায়।

সন্দেহভাজন ওই হামলাকারীকে বারের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তার গুলি চালানোর উদ্দেশ্য কি তাও জানা যায়নি।

হামলাকারী কয়েকডজন গুলি ছুঁড়েছে। বারের লোকজন জানালা ভেঙে পালানোর চেষ্টা করেছে। কেউ কেউ টয়লেটেও আশ্রয় নেয়।

হামলাকারী স্মোক গ্রেনেড এবং আধা স্বয়ংক্রিয় হাতবন্দুক ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।

ভেনচুরা কাউন্টি শেরিফ জেওফ ডিন ঘটনাস্থলের পরিস্থিতি ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “সেখানে চারিদিকে রক্ত।”

ঘটনাস্থল থেকে ফোনকল পাওয়ার কয়েক মিনিট পরই সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ বার থেকে একটি হাতবন্দুক উদ্ধার করেছে এবং হামলাকারীর মৃতদেহ পেয়েছে। ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি।