ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কায়ারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:23 AM
Updated : 23 Oct 2018, 09:23 AM

বৃহস্পতিবারের এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।    

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, মসুলের দক্ষিণের কায়ারা শহরের একটি জনাকীর্ণ মার্কেট এলাকা ও রেস্তোরাঁর কাছে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি পার্ক করে রাখা ছিল, পরে সেটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কর্মকর্তাদের।

তাৎক্ষণিকভাবে কেউই দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই এ ধরনের হামলা চালাচ্ছে। 

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলার’ কারণেই ওই বিস্ফোরণ হয়েছে।

২০১৭ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের বিস্তৃত খেলাফত ধসে পড়ার পর গত বছরের ডিসেম্বরে পুরো ইরাক থেকে সশস্ত্র ওই জঙ্গিগোষ্ঠীকে তাড়িয়ে দিয়ে বিজয় অর্জন করেছিল ইরাকি বাহিনী।

এরপর থেকেই এ জঙ্গিগোষ্ঠী বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অপহরণ, হত্যাসহ তাদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল।