৩ মাসের শিশুকে নিয়ে জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তিন মাস বয়সের শিশুকে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 04:16 PM
Updated : 25 Sept 2018, 04:18 PM

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গে শিশু কন্যা নেভ তে আরোহারও অভিষেক ঘটেছে জাতিসংঘে।

বিবিসি জানায়, সোমবার আরডার্ন অধিবেশনে যোগ দেওয়ার সময় যথা নিয়মে তার মেয়ে নেভের গলায়ও জাতিসংঘের পরিচয়পত্র ঝোলান ছিল।

কোনো দেশের সরকার প্রধানের সন্তানসহ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ঘটনা এটিই প্রথম। জেসিন্ডা ভাষণ দেওয়ার সময় নেভকে কোলে নিয়ে বসে ছিলেন তার বাবা ক্লার্ক গেফোর্ড।

জেসিন্ডাই দ্বিতীয় নারী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় মা হয়েছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ক্ষমতায় থাকা অবস্থায় মা হয়েছিলেন।

ছোট্ট নেভ এখনও মায়ের বুকের দুধ পান করে। যে কারণে ছয় দিনব্যাপী জাতিসংঘের সাধারণ  পরিষদের অধিবেশনে যোগ দিতে মেয়েকে নিয়েই আসেন জেসিন্ডা।

নিউজিল্যান্ডের ‘নিউজহাব’ কে তিনি বলেন, “আসলে নিউজিল্যান্ডে বেশিরভাগ সময় নেভে আমার কাছাকাছি থাকে।”

আর ক্লার্ক গেফোর্ডের যুক্তরাষ্ট্র ভ্রমণের খরচ সরকারি তহবিল থেকে নয় বরং তিনি নিজে দিয়েছেন বলেও জানান জেসিন্ডা।

তিনি বলেন, “সে আসলে নেভের যত্ন নিতে এখানে এসেছে।”

ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অগাস্টের শুরুতে কাজে ফেরেন জেসিন্ডা।