স্পেনে ছুরি হামলার চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ

স্পেনের বার্সেলোনায় ছুরি হাতে আসা এক ব্যক্তির হামলার চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2018, 12:34 PM
Updated : 20 August 2018, 12:34 PM

বার্সেলোনার দক্ষিণে একটি পুলিশ স্টেশনে ওই ব্যক্তি ছুরি নিয়ে আরবি ভাষায় চিৎকার করতে করতে ঢুকে পড়লে তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবিসি ‍জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ০৫:৫২ মিনিটে (০৩:৫২ জিএমটি) হামলাকারী পুলিশ স্টেশনে প্রবেশ করলে দায়িত্বরত এক কর্মকর্তা তাকে গুলি করেন।

আলজেরিয়া বংশোদ্ভূত ওই ব্যক্তির বয়স ২৯ বছর। সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে এবং পুলিশ তার হামলার লক্ষ্য ছিল বলে জানায় কাতালান পুলিশ।

হামলাকারী বার্সেলোনার দক্ষিণের ‘করনেলা দে লব্রেগাট’ শহরের অধিবাসী ছিল। বেশ কয়েক বছর ধরে তিনি বার্সেলোনায় বসবাস করেছেন এবং বিদেশি হিসেবে তার একটি পরিচয় নম্বরও আছে।

স্থানীয় সংবাদমাধ্যম তার নাম আব্দেলউহাব তাঈব বলে জানায়। তিনি একজন স্প্যানিশ নারীর সঙ্গে বাস করতেন এবং তার অতীত অপরাধের রেকর্ড নেই।

পুলিশ জানায়, তাঈব হেঁটেই পুলিশ স্টেশন ভবনে প্রবেশ করছিলেন। ‍প্রবেশদ্বারে একজন নারী পুলিশ কর্মকর্তা তাকে থামতে বলেন। কিন্তু তিনি দৌড়ে প্রবেশের চেষ্টা করলে তিনি ওই ব্যক্তিকে গুলি করেন।

এ ঘটনার পর স্পেন জুড়ে পুলিশ স্টেশনগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।