গাজনিতে তালেবান হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

আফগানিস্তানের গাজনিতে হামলা করেছে তালেবান যোদ্ধারা। নগরীর বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

>>রয়টার্স
Published : 10 August 2018, 08:05 AM
Updated : 10 August 2018, 08:05 AM

প্রত্যক্ষদর্শীরা সড়কে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

শুক্রবার সকালে ভারী অস্ত্রসজ্জিত তালেবান যোদ্ধারা গাজনিতে প্রবেশ করে কয়েকটি পুলিশ চেকপোস্ট পুড়িয়ে দেয়।

কয়েকটি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গোলা বর্ষণ করে তারা নগরীর কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানান আফগান কর্মকর্তারা।

তবে তালেবান যোদ্ধারা গাজনির কত অংশ দখল করে নিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গাজনি পুলিশ প্রধান জেনারেল ফরিদ আহমদ মাশাল বলেন, তালেবানরা নগরীর বেশ কয়েকটি এলাকা দখল করেছে। এই হামলা আশেপাশের জেলাগুলোতে কয়েক মাসের সংঘাত ছড়িয়ে পড়ার হুমকি দিচ্ছে।

আফগান বাহিনীকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র কয়েকটি সামরিক হেলিকপ্টার ও ড্রোন পাঠিয়েছে।

রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে গাজনিতে লড়াই শুরু হয়। এরই মধ্যে আফগান বাহিনী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নগরীতে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মুসলমানদের ধর্মী উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে আফগানিস্তানের ১৭ বছরের যুদ্ধের অবসানে  আলোচনা শুরু হওয়ার যে আশা করা হয়েছিল শুক্রবারের হামলায় তা ভেস্তে গেল বলেই আশঙ্কা করা হচ্ছে।