যুক্তরাজ্যে তিন বছরের শিশুর ওপর এসিড হামলা, গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যের  ওরসেস্টারে একটি সুপার শপে তিন বছরের একটি শিশুকে এসিড ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 12:28 PM
Updated : 24 July 2018, 05:21 AM

কেনাকাটা করতে শিশুটিকে নিয়ে তার মা শনিবার সুপার শপ ‘হোম বারগইনসে’ গিয়েছিলেন। স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে শিশুটির ওপর এসিড বা দাহ্য কোনো কিছু ছুড়ে মারা অথবা স্প্রে করা হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক নারী সাহায্যের জন্য চিৎকার করছিলেন।  ওই সময় ‘কয়েকজন শ্বেতাঙ্গ দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়’।

শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মুখ এবং হাত মারাত্মকভাবে পুড়ে গেছে।

চিকিৎসা শেষে শিশুটিকে আপাতত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার এ ক্ষতের ‘দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে’ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে সনাক্ত করে এবং ওই দিন রাতে ঘটনাস্থল থেকে ১৩০ মাইল দূরে পূর্ব লন্ডনের একটি বাড়ি থেকে ২২, ২৫ ও ২৬ বছরের তিন তরুণকে আটক করে।

তারা ‘ইচ্ছা করে এ হামলা করেছে’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কি কারণে করেছে তা এখনও ‘পরিষ্কার’ নয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে সন্দেহে রোববার উলভারহ্যাম্পটন থেকে ৩৯ বছরের আরেক ব্যক্তিকে কাস্টডিতে রেখেছে পুলিশ।