মার্ক জাকারবার্গ এখন বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এখন বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 01:50 PM
Updated : 7 July 2018, 01:53 PM

ব্লুমবার্গ বিলিওনিয়ারর্স ইনডেস্কের তথ্যমতে শুক্রবার ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে জাকারবার্গ সর্বোচ্চ ধনীর তালিকায় ৩য় স্থানে উঠে আসেন, খবর এনডিটিভির।

ওই দিন ফেইসবুকের শেয়ার দুই দশমিক চার শতাংশ বৃদ্ধি পাওয়া পর বাফেটকে পেছনে ফেলেন জাকারবার্গ।

বর্তমানে আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসই কেবল জাকারবার্গের সামনে আছেন।

বিশ্বের এই সর্বোচ্চ তিন ধনী ব্যক্তিই প্রযুক্তি ব্যবসার মাধ্যমে তাদের সম্পদ গড়েছেন। সর্বোচ্চ ধনীর তালিকায় প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িতদের প্রথম তিনটি স্থান দখল করার ঘটনা এই প্রথম।

বর্তমান বিশ্বে প্রযুক্তিই যে সম্পদ অর্জনের সবচেয়ে শক্তিশালী খাত এতে তা আরও একবার প্রমাণিত হয়েছে বলে মত বিশ্লেষকদের।

৩৪ বছর বয়সী জাকারবার্গ এখন ৮১ দশমিক ছয় বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক; যা বহুজাতিক কোম্পানি বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে ইনকর্পোরেটেড এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ৮৭ বছর বয়সী বাফেটের সম্পদের মূল্যের চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ ডলার বেশি।